আশুলিয়ার নয়ারহাট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত স্বর্ণ ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়। এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে নয়ারহাট বাজারের নিজ দোকান থেকে বাসায় ফেরার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম দিলীপ কুমার দাস (৪৮)।
সে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের দুলাল দাসের ছেলে এবং নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক।
পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার দাস রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে ছিনতাইকারীরা কি পরিমাণ স্বর্ণ বা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।